header banner

ভয়াবহ আগুন পর্যটনকেন্দ্র বকখালির সমুদ্র সৈকতের বনাঞ্চলে, পুড়ে ছাই বিস্তীর্ণ অঞ্চল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: ভয়াবহ আগুন পর্যটনকেন্দ্র বকখালির সমুদ্র সৈকতের বনাঞ্চলে। সোমবার বকখালির  বিশালক্ষ্মী মন্দির লাগোয়া বনাঞ্চলের কয়েকশো বিঘা জমিতে এই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ছে বড় বড় ঝাউ ও অন্যান্য গাছ। ক্রমে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া প্রথম দেখতে পান সিভিল ডিফেন্সের কর্মীরা। তারাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছান। তারপর বনকর্মী, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে। তাঁরা এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ হাত লাগায়। কিন্তু আশেপাশে কোনও জল না থাকায় সাদা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। 

{link}
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর সমুদ্রতটে কর্মরত সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথম ধোঁয়া দেখতে পান। এরপর ১৬ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও সহ আরও একাধিক প্রশাসনিক ব্যাক্তিরা ঘটনার কথা শুনে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। বিপুল এলাকা জুড়ে শুধু ছাইয়ের দৃশ্য। পুড়ে গিয়েছে বহু গাছ। তবুও দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ার কারনে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। কি থেকে এহেন ভয়াবহ আগুন লাগল, তা ক্ষতিয়ে দেকছে দমকল বাহিনী। 

{ads}

news Bakkhali fire South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :