header banner

Pahalgam : চিরুণি তল্লাশিতে মিলল জঙ্গিদের আস্তানা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর থেকেই উপত্যকায় চলছে অভিযান। জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি চলছে। এরইমধ্যে জঙ্গলে মিলল জঙ্গিঘাঁটির খোঁজ। জম্মু-কাশ্মীরের সুরানকোটের জঙ্গলে গোপন জঙ্গি ঘাঁটির হদিস পেতেই, তা ধ্বংস করেছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।

{link}

ওই যৌথ অভিযানে ঘাঁটি থেকে ৫টি আইইডি উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে যোগাযোগের ডিভাইস এবং অন্যান্য গ্যাজেটসও। যৌথ বাহিনী মনে করছে, এই ঘাঁটিতে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেনার উপস্থিতি টের পেতেই ঘাঁটি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। বিস্তারিত খবর এখনও সামনে আসে নি। তবে জানা যাচ্ছে, যেকোনো মুহূর্তে এনকাউন্টার শুরু হয়ে যেতে পারে। ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধ্বংস করল জঙ্গিদের ঘাঁটি।

{link}

গুঁড়িয়ে দেওয়া হল সবকিছু। ওই ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে জঙ্গিদের ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিসও। যে কোনও মুহূর্তেই শুরু হতে পারে গুলির লড়াই। সুরানকোটে আরও জঙ্গি ঘাঁটি ও শিবির রয়েছে বলেই অনুমান যৌথ বাহিনীর। অভিযান এখনও চলছে। কমিউনিকেশন ডিভাইসগুলি হাতে আসায় জঙ্গিরা বেশ বিপাকে পড়বে, কারণ এই ডিভাইসগুলি দিয়েই ভারতে বসে পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্য়াডের সঙ্গে যোগাযোগ রাখত সন্ত্রাসীরা, উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালাত।

{ads}

News Breaking News Pahalgam সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article