header banner

হাওড়ার রামনবমীর মিছিলের আগ্নেয়াস্ত্র-কান্ডে গ্রেফতার মোট ২, সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কান্ডে বিহারের মুঙ্গের থেকে সুমিত সাউকে গ্রেফতার করে বুধবার সকালে আনা হয় হাওড়ায়। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী সাংবাদিক সম্মেলন করে বলেন, “গত ৩০শে মার্চ রামনবমীর মিছিলে উত্তেজনা সৃষ্টি হয় যেখানে পাথর ছোড়া ইত্যাদির মতো ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেযে  ধরা পড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এক যুবক মিছিলে যাচ্ছে। অশান্তা ঘটার পর ঘটনার তদন্ত ভার যায় সিআইডির হাতে। যাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গিয়েছিল, পুলিশ জানতে পারে এই ঘটনার পর ওই যুবক উত্তরপ্রদেশে পালিয়েছে। তার পরবর্তীকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তরের অফিসাররা মুঙ্গেরের কাশিমবাজার এলাকা থেকে ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করে তার এক আত্মীয়র বাড়ি থেকে।“
{link}
পুলিশ জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পায় তাতে তারা জানতে পেরেছেন এই ঘটনার পর ফকির বাগান এলাকার অবিনাশ যাদব নামে একজনের মাধ্যমে নন্দীবাগান এলাকায় আর এন গুপ্তা নামক এক ব্যক্তির কাছে এই আগ্নেয়াস্ত্র সে রাখার জন্য পাঠিয়েছিল। রামনবমীর আগ্নেয়াস্ত্র-কান্ডের পর সে এই আগ্নেয়াস্ত্র অভিনাস যাদব নামক অন্য এক বন্ধুকে দিয়ে বলে এই আর এন গুপ্তাকে দিয়ে দিতে। আর এন গুপ্তাকেও পুলিশ গ্রেফতার করেছেন এবং তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
{ads}
 

Howrah West Bengal Uttar Pradesh Bihar Ramnavami News Crime সংবাদ

Last Updated :