header banner

Purulia : জঙ্গলমহলে উন্নত চিকিৎসার ছোঁয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলো জঙ্গলমহল। যে কোনও এমার্জেন্সিতে আর যেতে হবে না দূরে কোথাও। এবার শহরেই মিলবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আন্তর্জাতিক মানের ১২ বেডের আইসিইউ পরিষেবার সূচনা করল পুরুলিয়া শহরের একটি বেসরকারি হাসপাতাল। পুরুলিয়ার (Purulia) গরিব ও মধ্যবিত্ত মানুষদের কথা মাথায় রেখে কম খরচে নতুন আইসিইউ (ICU) পরিষেবা সূচনা করা হয়েছে।

{link}

আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে এই আইসিইউ পরিষেবার সুযোগ সুবিধা নিতে পারবে জেলাবাসী। পুরুলিয়া জেলায় হার্টের চিকিৎসা সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য ক্যাথ ল্যাব তৈরি করার পরিকল্পনাও নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও আগামী দিনের ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে , পুরুলিয়ায় কোনও বেসরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা পরিষেবা নেই বললেই চলে।

{link}

তারা আশা রাখছে আগামী দিনের রোগীদের আর বাইরে কোথাও যেতে হবে না। উন্নতমানের চিকিৎসা পরিষেবা তারা এখানেই পাবেন। আগামী দিনে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন তারা।

{ads}

News Breaking News Purulia সংবাদ

Last Updated :