header banner

ঝোড়ো হাওয়া দাপটে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে দুর্ঘটনা

article banner

সুদেষ্ণা মন্ডল,  দক্ষিন ২৪ পরগনা: আবহাওয়ার পূর্বাভাস মতোই বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়ার দাপট। বৃহস্পতিবার রাতে ঝোড়ো হাওয়া দাপটে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে গাছ ভেঙে ঘটলো বিপত্তি। ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের নিউ টাউনের কাছে ঝড়ের দাপটে  একটি গাছ ভেঙে পড়ে যাত্রী বোঝাই অটোর উপরে। কপালের জোরে অল্পের জন্যে রক্ষা পেয়ে যায় যাত্রীরা। গাছ পড়ে গিয়ে সম্পূর্ণ ভেঙে গিয়েছে অটোটি। 

{link}
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর নিম্নচাপ ও ঝড়ো হাওয়ার দাপটে ডায়মন্ড হারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় গাছ ভেঙে গিয়েছে। গাছ ভেঙে পাড়ায় ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়েছিল দীর্ঘক্ষন। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ চলার পর নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি।
{ads}

news Diamond Harbour accident storm South 24 Paragana West Bengal India সংবাদ

Last Updated :