header banner

কল্যাণী নার্সিংহোমে অস্ত্রোপচারের পর রোগীর পেট থেকে উদ্ধার ১০ কেজি ওজনের টিউমার

article banner

নিজস্ব সংবাদদাতা: বর্ধমান শহরের খোসবাগানের কল্যাণী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বর্ধমান দু'নম্বর ব্লকের হাট গোবিন্দপুরের মানু টুডু। পেটের ব্যাথা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন কল্যাণী নার্সিংহোম। বর্তমান মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মুর তত্ত্বাবধানে ছিলেন এই রোগী। বিভিন্ন পরীক্ষা করার পর ডক্টর সুশীল মুর্মু দেখেন তার পেটের ভিতরে একটি টিউমার রয়েছে এবং তা আকারে ও ওজনে বেশ বড়ো। তারপরেই নেওয়া হয় অপারেশনের সিদ্ধান্ত। কিন্তু অপারেশনের পর যে টিউমারের এহেন রূপ দেখবেন তা বোধহও ভাবেননি অস্ত্রপাচারকারী ডাক্তাররাও।

{link}
অসুস্থ মানু টুডুর শনিবার সকাল ১০টায় অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর তার পেট থেকে বেরিয়ে আসে আনুমানিক ১০ কেজি ওজনের একটি টিউমার। হ্যাঁ, বাস্তবিকভাবেই ওজন ১০ কেজি! নার্সিংহোম সূত্রে খবর, অস্ত্রপচারের পর ভালো আছেন রোগী। অস্ত্রোপচারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেশন ডক্টর সুশীল মুর্মু কি জানান, বেশ কঠিন অপারেশন ছিল এটি। তবে রোগী বর্তমানে সুস্থ আছেন। অপারেশান না হলে রোগীর জীবনহানীর সম্ভাবনা ছিল বলেও জানিয়েছেন তিনি।  
{ads}

news operation Tumour Kallyani Nurshing Home West Bengal সংবাদ

Last Updated : 2 years ago