নিজস্ব সংবাদদাতা: খুব যোগ্য ও দূরদর্শী ব্যক্তিকে রাজ্যপাল করা হয়েছে, কেন্দ্রের অনেক প্রকল্প তিনি শুরু করেছিলেন তার উদ্ভাবনী শক্তি রয়েছে, আমাদের সৌভাগ্য এরকম একজন ব্যক্তি বাংলায় এসেছেন, এখানকার সরকার যদি চায় তার সহযোগিতা নিয়ে এখানকার উন্নয়ন করতে পারে আর এরা যদি ঝগড়া করতে চায় হিতে বিপরীত হবে। নতুন রাজ্যপাল প্রসঙ্গে কল্যাণীতে চা পেয়ে চর্চায় কর্মসূচিতে এসে মন্তব্য দিলীপ ঘোষের।
{link}
একইসাথে কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে রাজ্য সরকারের অভিযোগ প্রসঙ্গেও শুক্রবার সকালে মুখ খুললেন তিনি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা রাজ্যকে পাঠিয়েছে তবে বেশ কিছু শর্তও দিয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন শর্তগুলির না মানলে আবারও টাকা বন্ধ হয়ে যাবে। এলাকার উন্নয়নে এলাকার বিধায়ক সাংসদদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। এদিন প্রাতভ্রমণ করেন কল্যাণী শহর ও গ্রামীণ এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এরপর দলীয় কর্মসূচিতে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন বিজেপি নেতা। টানা কর্মসূচী রয়েছে তার।
{ads}