header banner

গাছের ডালে চিতাবাঘের মতো দেখতে একটি বন্য প্রানী!! চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়িতে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: গাছের ডালে চিতাবাঘের মতো দেখতে একটি বন্য প্রানীকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়। শনিবার ধূপগুড়ি পুরসভা এলাকার ২ নং ওয়ার্ডের রায়পাড়ায় ঘটনা। খবর ছড়িয়ে পরতেই ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনবিভাগে । প্রাথমিক ভাবে প্রানীটিকে চিতার শাবক বলে মনে করা হলেও তবে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই প্রানীটিকে ধরে বন কর্মীদের হাতে তুলে দেন। পরে দেখা যায় প্রানীটি চিতাবাঘ নয়। 

{link}
এই প্রসঙ্গে বনকর্মীরা জানান, প্রানীটি এশিয়ান লেপার্ড ক্যাট। এর আগেও ধূপগুড়ি পুরসভার ১৫ ও ৪ নং ওয়ার্ডে চিতাবাঘ ও অন্যান্য বন্যপ্রানী বের হওয়ার নজির রয়েছে। স্বাভাবিক ভাবেই এদিনও একই কারনে প্রথম থেকেই চিতাবাঘ বেরিয়েছে বলেই দাবী তোলা হয়। তবে শেষ পর্যন্ত আতঙ্ক কেটেছে। উদ্ধারের পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বন্যপ্রাণীটিকে।
{ads}

news Tiger Jalpaiguri West Bengal সংবাদ

Last Updated :