নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: দীপাবলির ঠিক আগেই বাজি বিস্ফোরণের কেঁপে উঠল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। বিস্ফোরণে মহিলা সহ এক শিশুর মৃত্যু হলেও আহত হয়েছেন আরও মহিলা সহ বেশ কয়েকজন। গুরুতর জখমদের উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ পশ্চিম পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে হাজির হয়েছে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বাড়িটি দড়ি দিয়ে শীল করা হয়েছে। বাজি বিস্ফোরণের নাকি পেছনে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে অনুমান বেআইনি বাজি কারখানায় বিস্ফোরনের কারনে দুর্ঘটনা।
{link}
সূত্রের খবর, দীপাবলি আগে বাইরে থেকে বাজি নিয়ে ওই বাড়িতে তা মজুত করে রাখা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি৷ মঙ্গলবার সকালে নতুন করে বাজি বাঁধাতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বাড়িতে থাকা এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে বাড়িতে থাকা মহিলা সহ বেশ কয়েক জন গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার পুলিশ আধিকারীকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃতরা হল মহিলা সরনাময়ী ভক্তা ও সন্তু সামন্ত। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। তমলুক সাংগঠনীক জেলা বিজেপির সহসভাপতি আশীষ মণ্ডল বলেন " বাজি বিস্ফোরণের এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের কুটির শিল্পে পরিণত হয়েছে এগুলো। এন আই কে দিয়ে তদন্ত করা উচিত। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখানে বোম তৈরি করা হচ্ছিল। রাজ্য পুলিশের তদন্ত আমরা বিশ্বাস করি না"। এলাকার এক তৃণমূল নেতা এই প্রসঙ্গে বলেন " অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের ফলে এমন ঘটনা হয়েছে বলে শুনেছি। পুলিশকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে" ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত নিশ্চিত কোন নথি পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি। তবে বিষয়টিকে ঘিরে যে রীতিমতো রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে তা স্পষ্ট।
{ads}