header banner

হাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলেন্টিয়ারের

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল হাওড়া সিটি পুলিশের এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়ার লক্ষীনারায়ণতলা এলাকায়। জানা গেছে, ওই সিভিক ভলেন্টিয়ারের নাম পিয়ালী বসাক(৩০)। তাঁর বাড়ি হাওড়া থানা এলাকার টিকিয়াপাড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই সিভিক ভলেন্টিয়ার চেক আপের জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা পার হবার সময় একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নারায়ণা বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়ির চালক জয়ন্ত সামন্তকে পুলিশ গ্রেফতার করেছে। 

{link}
এই ঘটনা নিয়ে হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, হাওড়া সিটি পুলিশের এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের শুক্রবার রাতে দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃতার নাম পিয়ালী বসাক। উনি আন্দুল রোড দিয়ে যাচ্ছিলেন। সেখানকার একটি পেট্রল পাম্পের কাছে রাস্তা পার হতে গিয়ে  একটি ৪ চাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘাতক গাড়ির চালক আহত সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যান স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
{ads}

news Howrah death West Bengal সংবাদ

Last Updated :