header banner

খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক মহিলা

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। সেই অভিযোগেই এক মহিলাকে ঘরে বন্দি করে রাখল বাসিন্দারা। বুধবার উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া ফুলসরা এলাকার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়া ফুলসরা এলাকার বাসিন্দা অর্চনা চিন্তাপত্রর ছেলেকে খাদ্য দপ্তরের চাকরি দেওয়ার নাম করে প্রতিবেশী মায়া ঘোষ নামে এক মহিলা বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়েছিল। যদিও তিনি অর্চনার ছেলেকে চাকরি করে দেননি। অভিযোগ বর্তমানে মায়া ঘোষের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে আজ সকালে স্থানীয়রা মায়া ঘোষকে তার বাড়ি থেকে নিয়ে এসে অর্চনার বাড়িতে আটকে রাখে এবং টাকার দাবি করে। যদিও টাকা নেওয়ার কথা সম্পূর্ন অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা। 

{link}
অর্চনা দেবী জানান, মায়া ঘোষের ছেলেমেয়েরা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করেন। মায়া তার সঙ্গে আত্মীয়তা পাতিয়ে তার ছেলেকে খাদ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা নেন। বর্তমানে তিনি টাকা দিতে অস্বীকার করেছেন। এবং তিনি মায়ার বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত মহিলা পূর্বে বাম রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকলেও বর্তমানে কোন রাজনৈতিক দলের সান্নিধ্যে নেই। তবে এহেন আরও বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। 
{ads}

news fraud Job money West Bengal সংবাদ

Last Updated :