নিজস্ব সংবাদদাতা, হাওড়া: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। সোমবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর রামকৃষ্ণপাড়ায়। ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সায়ন বর্ম(২৪)। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠিয়েছে।
{link}
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে ঘরের মধ্যে তার ঝুলন্ত দেহ প্রথমে পরিবারের লোকেরা দেখতে পান। দেহ দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পড়িবার সহ স্থানীয় মানুষজন। তারপর লিলুয়া থানায় খবর দেওয়া হয়। লিলুয়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, প্রেম ঘটিত কারণেই এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
{ads}