header banner

North 24 Parganas : পুকুরে ডুবে মৃত্যু এক যুবকের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হাসপাতালে শোয়ানো অভিজিতের নিথর দেহ। চারিদিকে শুধুই কান্নার রোল। আর ঠিক তখনই বাড়িতে পোষ্টম্যান নিয়ে আসলেন অভিজিতের সরকারি চাকরির নিয়োগপত্র। চিঠির বয়ান দেখেই ডুকরে কেঁদে উঠলেন পরিবারের সদস্যরা। সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে চাকরির নিয়োগ পত্র। তবে চাকরিপ্রার্থী তখন নেই এই দুনিয়ায়। মর্মান্তিক এই ঘটনায় যেন স্তম্ভিত বনগাঁ থানা এলাকার গোবড়াপুর এলাকা।

{link}

দোলের দিন বাবার সঙ্গেই ভাত খেয়েছিলেন বনগাঁ কলেজ থেকে বিএ পাস করা বছর ৩১ এর অরিজিৎ সাধু। খাওয়া-দাওয়ার পর রং খেলতে বন্ধুদের সঙ্গেই বেরিয়েছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতেই হঠাৎ পরিবারে কাছে ফোনে আসে দুঃসংবাদ। স্থানীয় অল্প জল থাকা একটি পুকুরেই ডুবে মৃত্যু হয়েছে অরিজিৎ এর বলে জানানো হয়। সাঁতার জানত না সে। যেই বন্ধুদের সঙ্গে রং খেলতে গিয়েছিল, তাদের তরফ থেকেও জানানো হয়নি কিছুই। অপরিচিত এক প্রতিবেশীর তরফেই হঠাৎ এমন ফোন আসায়, পরিবারের ছেলের মৃত্যু ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়। মৃতের পরিবারের তরফে বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে। কিভাবে অল্প জলের ওই পুকুরেই ডুবে মৃত্যু হতে পারে প্রশ্ন উঠছে সেই বিষয়টি নিয়েও।

{link}

তবে কি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই যুবক! বাড়িতে শোকের আবহের মাঝেই, হঠাৎ এদিন সকালে পোস্টম্যান নিয়ে আসলেন সাদা খামের একটি চিঠি। চিঠির মুখ খুলতেই আরও যেন শোকের আবহে পড়ল ঘৃতাহুতি। ২০১৪ সালে টেট পরীক্ষায় বসে ছিলেন অরিজিৎ সাধু। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের সেই নিয়োগ আটকে থাকার পর অবশেষে নিয়োগপত্র আসলেও, আর তখন বেঁচে নেই চাকরিপ্রার্থী ছেলে। গোটা পরিবার যেন এখন বাকরুদ্ধ। ছেলের মৃত্যুর আসল কারণ যেমন জানতে চাইছেন তারা পাশাপাশি বেশ কয়েকজন বন্ধুদেরও সন্দেহের তালিকায় রাখা হয়েছে পরিবারে তরফে। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখছে বনগাঁ থানার পুলিশ।

{ads}

News Breaking News North 24 Parganas Dead সংবাদ

Last Updated :