header banner

West Bengal: কেলেঙ্কারির ঘটনায় এক যুবক হয়ে গ্রেপ্তার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে গ্রেপ্তার কম্পিউটার ডিপ্লোমা করা ছাত্র। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলা পুলিশের জালে ধরা পড়লো এক প্রতারক। মালদার বাসিন্দা হাশেম আলী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রতারক উচ্চমাধ্যমিক পাশ করে কম্পিউটার ডিপ্লোমা করেছে। ধৃত নিজের ফোন ব্যবহার করে বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট করে টাকা হাতানোর প্রক্রিয়া চালিয়েছে।

{link}

ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনের সন্ধান পাওয়ার পর পুলিশ এই ব্যক্তিকে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। এই চক্রে বাকিদের খোঁজে তল্লাশি জারি আছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। জেলা পুলিশ সুপার সায়ক দাস এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ’ পূর্ব বর্ধমান জেলায় মোট ৮৫ টি স্কুল থেকে পড়ুয়াদের ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি বলে অভিযোগ জানিয়েছে। এর মধ্যে ৭০টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে। ইতিমধ্যেই আমরা মোট ২৫টি অ্যাকাউন্ট এর টাকা হোল্ড করে দিতে পেরেছি। বাকি অ্যাকাউন্টের বিষয়গুলো নিয়েও আমাদের তদন্তকারী দলের অফিসারেরা কাজ করছেন। এক্ষেত্রে আমরা শিক্ষা দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।"ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।

{link}

তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পড়ুয়াদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করার ঘটনার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে এবং কি পদ্ধতিতে এই প্রতারণা করা হয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। আশা করা যাচ্ছে দ্রুত এই ট্যাবের টাকা প্রতারণার ঘটনার জবনিকা টানা যাবে।

{ads}

news breaking news hacking West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article