header banner

শিয়ালদহ দক্ষিন শাখায় রেল লাইন থেকে ডান পা বিচ্ছিন অবস্থায় উদ্ধার যুবতী

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: শুক্রবার রাতে ডান পা বিচ্ছিন্ন হওয়ার কারনে গুরুতর জখম অবস্থায় রেল লাইনের পাশ থেকে উদ্ধার এক বছর পঁচিশের যুবতী। গতকাল গভীর রাতেই শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদি স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে ঘটনাটি ঘটে। ঘটনায় রিয়া দাস নামে এক মহিলা গুরুতর জখম হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু তার ডান পা রক্ষা করা সম্ভব হয়নি। 

{link}
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন গভীর রাতে রিয়া দাস নামে ওই মহিলার ডান পা কাটা অবস্থায় রেল লাইনের ধারে পড়েছিলো। যন্ত্রণায় ছটফট করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। রাতের অন্ধকারে মহিলার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে যায়। ডান পা কাটা রক্তাক্ত অবস্থায় দেখতে পায় ওই মহিলাকে। তারা তালদি স্টেশন গিয়ে স্টেশনের কর্মকর্তাদের ঘটনার কথা জানায়। পরে রেল লাইনের ধার থেকে জখম মহিলা কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে একদল যুবক।পাশাপাশি ওই মহিলার কাটা  ডান পা টি উদ্ধার করে প্লাস্টিকে ভরে নিয়ে আসে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে চলে আসে রেলপুলিশ ও ক্যানিং থানার পুলিশ।জানা গিয়েছে ওই মহিলার বাড়ি বাসন্তী থানার সোনাখালি এলাকায়। মহিলার স্বামীর নাম তাপস দাস। ক্যানিংয়ের তালদি খালপাড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বর্তমানে ওই মহিলা আশাঙ্কাজনক অবস্থা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে গভীর রাতের অন্ধকারে কিভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে  রেলপুলিশ ও ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
{ads}

news Sealdah Accident Canning South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :