header banner

কোলকাতা থেকে দুমকা যাওয়ার পথে বর্ধমানে ভয়াবহ আগুন লাগে যাত্রীবোঝাই এসি বাসে

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: যাত্রীবোঝাই এসি বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের নবাবহাট মোর এলাকায়। বর্ধমানের নবাবহাটে দূর্ঘটনাটি ঘটে মধ্য রাতে। জানা গেছে রবিবার কোলকাতা থেকে বাসটি দুমকার উদ্দেশ্যে রাত্রি ১১:৩০ সময় ছারা হয়েছিল। প্রায় ৪৮ জন যাত্রী ছিলো ওই বাসে। রাত্রি ১:৪০-এ বর্ধমান শহরে নবাবহাটে ১৯ নম্বর জাতীয় সড়কে ওই বাসটির চাকা ফেটে যায় এবং আগুন ধরে যায় বাসটিতে। চালক বুঝতে পেরে তরিঘরি সমস্ত যাত্রীদের নামতে বলেন, এবং যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে জান। নামার সঙ্গে সঙ্গেই বাসটিতে দাউ দাউ করে আগুন জলে যায়, বাসে থাকা সমস্ত লাগেজ পুরে নষ্ট হয়ে যায়।
{link}
কোনো হতাহতের খবর নেই, তবে এক মহিলা ব্যাবসায়ীর কাছ থেকে জানা গেছে প্রায় দেড়লক্ষ্য টাকার মাল নিয়ে যাচ্ছিলেন তিনি ভাগলপুরে, সমস্তটাই পুরে ছাই হয়ে গেছে। স্থানীয় চিকিৎসাকেন্দ্রের কর্মরত কর্মীরা জানান বাসটি থেকে সবাই নেমে পরেছিলো। দমকলের দুটি ইজ্ঞিন এসেছিলো। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসটি সম্পূর্ণ পুরে ভস্মিভূত হয়ে যায়। বাসটিতে প্রচুর পরিমানে পন্য পরিবহন করা হচ্ছিলো বলে জানা যায়, যার সবটাই এখন পুড়ে ছাই।
{ads}

Burdwan West Bengal Accident News সংবাদ

Last Updated :