header banner

Nadia: দিনরাত পরিশ্রম করেও হতাশা! মাসিক বেতন সহ ৮ দফা দাবি নিয়ে কর্ম বিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের

article banner

নদিয়া: মাসিক ১৫ হাজার টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা প্রদান সহ ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি সহ বিক্ষোভ কর্মসূচী আশা কর্মীদের। এই বিক্ষোভের ফলেই উত্তপ্ত জেলার পরিস্থিতি। মঙ্গলবার নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন। দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না। এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে দিন কর্ম বিরতি দেখে বিক্ষোভে নামলো আশা কর্মীরা।

{link}

কিন্তু, ঠিক কী কী কারণে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন তাঁরা? একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বিক্ষোভকারীদের দাবি তাদের ন্যূনতম ১৫০০০ টাকা বেতন দিতে হবে। পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফে দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সব কটি প্রদান করতে হবে। এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা এদের বিক্ষোভ দেখায়। তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে।

{ads}

Nadia News West Bengal News Nadia West Bengal Asha Workers Asha Workers Protest Bengali News সংবাদ আশা কর্মী আশা কর্মী বিক্ষোভ

Last Updated :

Related Article

Latest Article