header banner

Kolkata High Court : হাসপাতালে অভিজিৎ গাঙ্গুলি, হাইকোর্টে বিতর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি (Abhijit Gangopadhyay) এই মুহূর্তে অসুস্থ হয়ে হাসপাতালে। এদিকে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কুণাল ঘোষের (Kunal Ghosh) মামলায় এবার হাইকোর্টে সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি ছিল।

{link}

কুণালের হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণের মুখে এল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি প্রশ্ন তুললেন, ‘এটা কি একজন বিচারপতির আচরণ?’ কল্যাণ আদালতে জানান, এই চাকরি প্রার্থীদের হয়ে একসময় মামলা করছিলেন ফিরদৌস শামিম। তারপর যখন রাজ্য এদের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করল তখন আবার  ফিরদৌস শামিমরা রাজ্যের সেই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা করলেন। কল্যাণের প্রশ্ন, মামলাকারীরা তাহলে কী করবেন? ঘটনাপ্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি। কল্যাণ আদালতে বলেন, “একজন প্রাক্তন বিচারপতি সমস্ত বিশ্বাস এবং আস্থা ভেঙেচুরে দিয়েছেন।

{link}

চেয়ারে বসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন ‘কান ধরে তুলে নিয়ে আয়’, এটা একজন বিচারপতির আচরণ?” কল্যাণ এও বলেন, “বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননার ক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু আইনজীবীদের হেনস্থা কি আদৌ অপরাধমূলক আদালত অবমাননা হতে পারে ?” পুলিশের কাছে কুণাল ঘোষের বিরুদ্ধে আদৌ কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা, সেটাও জানতে চান আইনজীবী কল্যাণ। আগামী সোমবার পরবর্তী শুনানি।

{ads}

 

News Breaking News Abhijit Gangopadhyay Kolkata High Court সংবাদ

Last Updated :