header banner

রাজ্যে অভিষেক, দিল্লিতে দিদি, ২৪শের ঘুঁটি সাজানো শুরু ?

article banner

একুশের বিধানসভা নির্বাচনের কিছু আগে থেকেই একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে যেতে শুরু করেন বিজেপিতে। তার মধ্যে বড়ো একটা নাম অবশ্যই শুভেন্দু অধিকারী। যার দল ছাড়ার কারন হিসেবেই তিনি বলেছিলেন সেই অভিষেক। কিন্তু পরিবর্তিত চিত্রে ও জনতার রায়ে আজ সেই অভিষেকই রাজ্য শীর্ষে আর সেই তুলনায় কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। নির্বাচনে বিপুল প্রচারও করেছিলেন অভিষেক, এবার এলো তারই পুরস্কার। 

{link}
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে গোহারা হারে বিজেপি। আশাতীত সাফল্য লাভ করে তৃণমূল। এর সিংহভাগ ক্রেডিট তৃণমূল নেতারা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতাদের কাছে যার বাংলার কাছে পিসি-ভাইপো নামেই পরিচিত। তৃণমূল নেতাদের মতে, চলতি বিধানসভা নির্বাচনে একদিকে যেমন ভোট পড়েছে মমতার সততায়, তেমনই একইভাবে মুখে রক্ত তুলে অভিষেকের করা পরিশ্রমও ব্যর্থ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এবারে তৃণমূলের রাজ্যে অন্যতম মুখ ছিলেন অভিষেকও। একুশে বিপুল জয়ের পর স্বাভাবিকভাবেই অভিষেকের বড় কোনও পদে অভিষিক্ত হওয়ার সম্ভাবনা ছিলই। এদিন তৃণমূলের বর্ধিত বৈঠকে শিলমোহর পড়ল সেই সম্ভাবনায়ই। অভিষেককে করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক সময় যে পদ অলঙ্কৃত করতেন মুকুল রায়। 

{link}
কেন অভিষেক? অন্য কেউ নয় কেন?  রাজনৈতিক পর্যক্ষকদের মতে, ২০২৪ এ লোকসভা নির্বাচন। এই মুহূর্তে কোভিড এবং তার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও আরও বেশ কিছু কারনে মোদির জনপ্রিয়তা তলানিতে। এবার একইভাবে অন্যদিকে মেরুদণ্ডহীন কংগ্রেসও। এমতাবস্থায় রাজধানীতে ক্রমেই উজ্জ্বল হচ্ছে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা। এই ফ্রন্টের নেতৃত্ব দিতে পারেন এমন গ্রহণযোগ্য একজন নেতা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নেস্কট পিএম দিদি ট্রেন্ড চলছে। কেন্দ্র বিরোধী নানা অবস্থানে মমতাকে সমর্থন করেছেন কাশ্মীরের ওমর আবদুল্লা থেকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে। বিহারের তেজস্বী যাদব কিংবা উত্তর প্রদেশের অখিলেশের সমর্থনও রয়েছে মমতার পিছনে। স্বাভাবিকভাবেই মমতার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দিনের পর দিন বাড়ছে বই কমছে না। 

{link}
সেই দিক থেকেই বিচার করলে যদি তা হয়, তবে সেক্ষেত্রে রাজ্যের ব্যাটন থাকবে অভিষেকের হাতে। মুখ্যমন্ত্রীর তখতে যুবরাজকে অভিষিক্ত করে দিল্লি যাবেন মমতা। অদূর ভবিষ্যতের সেই সম্ভবনারই ইমারত বানাতে শুরু করে দিল ঘাসফুল শিবির। এখন ভবিষ্যৎ তাদের জন্য কি ভেবে রেখেছে তাই দেখার বিষয়। 
{ads}

news politics Abhishek Banerjee Mamata Banerjee Lok Sabha tmc bjp সংবাদ রাজনীতি

Last Updated :