header banner

Editorial: বিএলও প্রসঙ্গে সম্মুখ সমরে কমিশন ও অভিষেক! ভবিষ্যৎ কী?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে বৃহস্পতিবার বেলা ১২ টার মধ্যে সমস্ত বিএলও (ব্লক লেভেল এজেন্ট ) যদি নিয়োগপত্র গ্রহণ না করেন তাহলে তাদের বরখাস্ত  করা হবে। আর ঠিক সেই পরিস্থিতিতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলওর সঙ্গে মিটিং করতে চলেছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর থেকেই দফায় দফায় প্রশিক্ষণ শুরু করতে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আসল বৈঠক হওয়ার কথা শুক্রবার বিকেলে। সূত্রের খবর, ওইদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ভারচুয়াল বৈঠক করবেন অভিষেক। তাতে মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে ব্লক স্তরের নেতা-কর্মীদের এসআইআর নিয়ে বোঝাবেন তিনি নিজে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের জন্য যে সংখ্যক বিএলএ-২ প্রয়োজন, সমস্ত বুথে সংগঠন থাকার সুবাদে তা তৃণমূলের রয়েছে। শাসকদল জানিয়েও দিয়েছে, প্রতি বুথের জন‌্য বিএলএ ২-ও তাদের প্রস্তুত। 

{link}

  দলের বুথ এজেন্টদের সুবিধার্থে তৃণমূল আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। এতদিন যাঁরা ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ করেছেন, যাঁরা সমস্ত ভোটারকে চেনেন, তাঁরা বিএলও এবং দলের এজেন্টদের সঙ্গে থাকবেন। যেসব এজেন্ট এতদিন এই কাজ করে এসেছেন এবং অভিজ্ঞ, এজেন্ট হিসাবে তাঁরাই থাকছেন। কিছু ক্ষেত্রে যোগ‌্য হিসাবে কিছু রদবদল করা হয়েছে। দলের বক্তব‌্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সমীক্ষা বিশেষভাবে নির্ণয়কারী হয়ে উঠবে। সেসব বিষয় মাথায় রেখেই প্রস্তুতি বৈঠক শুরু করে দিচ্ছে শাসক শিবির। সূত্রের খবর, আজ দফায় দফায় বিএলএ-দের নিয়ে দলীয় স্তরে প্রশিক্ষণ চলবে। তার নেতৃত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুক্রবার এসআইআরের প্রস্তুতি নিয়ে ভারচুয়াল বৈঠক।

{ads}

Election Commission BLO Abhishek Banerjee TMC Mamata Banerjee সংবাদ সম্পাদকীয় বিএলও খবর

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article