header banner

Politics: নন্দীগ্রাম দিবসে সিপিএমের পতনকে স্মরণ করিয়ে দিলেন অভিষেক! সতর্ক করলেন বিজেপিকেও

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রাম দিবসে অভিষেক আবার খুঁচিয়ে সেই দিনগুলোর কথা তুলে আনলেন। নন্দীগ্রামের শহিদদের প্রতি সম্মান জানিয়ে অভিষেকের বার্তা, ‘বাংলার মানুষ সিপিএমকে শিক্ষা দিয়েছিল। আগামীতে বিজেপিরও দর্পচূর্ণ এভাবেই হবে। বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে। আবারও বুঝিয়ে দেবে, বাংলার মানুষ বরাবর লড়াই করে।’ সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলন এ রাজ্যে তৎকালীন বামশাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেননি কেউই। আজ, নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানার সেই ‘লাল সন্ত্রাস’কে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

{link}

  ২০০৭ সালের ১০ নভেম্বর, নন্দীগ্রামের ঐতিহাসিক ‘অপারেশন সূর্যোদয়ে’র দিন। প্রতি বছর শহিদ স্মরণে দিনটি পালন করে থাকে শাসকদল তৃণমূল। অন্যদিকে, শাসক শিবির ত্যাগের পর নন্দীগ্রামে আজকের দিনটি উদযাপন করে বিজেপিও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে। ২০০৭ সালে বাম জমানার বিরুদ্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক ছিলেন শুভেন্দুও। তাই তিনিও নিজের এলাকায় ফি বছর এই দিন স্মরণ অনুষ্ঠান করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ১০ নভেম্বরকে স্মরণে রেখে সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সকল শহিদকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

{ads}

Abhishek Banerjee News CPIM News Nandigram Diwas Mamata Banerjee BJP Trinamool Congress West Bengal রাজনীতি সিপিএম পশ্চিমবঙ্গ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article