header banner

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক অভিষেক ব্যানার্জীর, শুরু পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি?

article banner

সুদেষ্ণা মন্ডল, ডায়মন্ডহারবার: চোখের চিকিৎসার পর নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিতে আজ, মঙ্গলবার ডায়মন্ড হারবারে আসছেন অভিষেক। মঙ্গলবার বিকেলে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে শুরু হবে ডায়মন্ড হারবার লোকসভার প্রশাসনিক বৈঠক। সাংসদ আসার আগে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।  

{link}

বছর ঘুরলেই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। শাসক-বিরোধী সব পক্ষই নির্বাচন কে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই। নির্বাচনের আগে, আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে সভা করবেন। একই জেলায় সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি বাঁকুড়ার রাইপুরে সভা করার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সব মিলিয়ে বলা যায়, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নভেম্বর থেকেই রাজ্য-রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে।

{link}

একইভাবে আজ, মঙ্গলবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করবেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবারে নাগরিক পরিষেবা এবং উন্নয়ন কাজ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে ওই বৈঠকে। পাশাপাশি যেসব কাজ এখনও শেষ হয়নি তা নিয়েও রিপোর্ট চাইতে পারেন সাংসদ। আগামী দিন লোকসভার জন্য কি কি উন্নয়ন মূলক, কাজ হাতে নেওয়া হবে, তাও জানাতে পারেন অভিষেক। সাংসদের এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকবেন লোকসভার ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সদস্য, পুরসভার কাউন্সিলর, দলীয়পদাধিকারী এবং প্রশাসন ও বিভিন্ন বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়ররা। পঞ্চায়েত ভোটের আগে নিজের নির্বাচনী কেন্দ্রে অভিষেকের এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে এই বিষয়ে রাজ্যের পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল জানিয়েছেন, “সাংসদের অনুপ্রেরণায় ডায়মন্ড হারবার জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাংসদের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সেই সব কাজ নিয়ে আলোচনা হতে পারে। সাংসদের তৎপরতায় আগামী দিন উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।' তবে এই প্রশাসনিক বৈঠক পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে কি আদৌ বৈতরণী পার হবে, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

{ads}

news diamond harbour West Bengal Abhishek Banerjee সংবাদ

Last Updated :