header banner

Abhishek Banerjee : বিদেশ সচিবের বৈঠকে যোগ দিলেন অভিষেক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারত-পাকিস্তানের ঘটনার প্রেক্ষিতে বিশ্বের কাছে ভারতের অবস্থান তুলে ধরতে বিভিন্ন দল যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সেই দলে থাকছেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়ে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। ভারত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র জঙ্গিঘাঁটিকেই নিশানা করা হয়েছে অপারেশন সিঁদুরে।

{link}

পাকিস্তান সেনার কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি। এই কথাই বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশে দেশে বহুদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, সেকথাও তুলে ধরবে প্রতিনিধি দলগুলি। তেমনই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে এশিয়ার পাঁচটি দেশে যাচ্ছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক। প্রথমে অবশ্য কেন্দ্র প্রতিনিধি দলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে রেখেছিল। কিন্তু, দলের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়ায় পাঠানের নাম প্রত্যাহার করে তৃণমূল। সেইসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, প্রতিনিধি দলে তৃণমূলের তরফে কে যাবেন, তা কেন্দ্র ঠিক করতে পারে না। তৃণমূলই তা ঠিক করবে। শেষ পর্যন্ত অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

{link}

সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল সুপ্রিমোকে ফোন করেন। তখন অভিষেকের নাম প্রস্তাব করেন মমতা। তারপরই একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অভিষেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। তিনি যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জনতা দল ইউনাইটেডের সাংসদ সঞ্জয় ঝা। মঙ্গলবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। জানা গিয়েছে, সেই বৈঠকে যোগ দেন অভিষেক। এরপর এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি রওনা দেন অভিষেক। সকালে বিমানবন্দরে পৌঁছে হাতের ঘড়ি দেখিয়ে অভিষেক বলেন, ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। তারপরই বিমানবন্দরের ভিতরে চলে যান তিনি। জানা গিয়েছে, অভিষেকদের প্রতিনিধি দল এদিন জাপান যাবে। তারপর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যাবে।

{ads}

 

News Breaking news Abhishek Banerjee Mamata Banerjee সংবাদ

Last Updated :