শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে বৈঠকেই পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব নিজেদের মধ্যে কাজিয়ায় জড়িয়ে পড়ায় এই নেতাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী দিনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)–সহ নেতৃত্ব ব্লক স্তরে যে রদবদল করবেন তা মেনে নিয়েই কাজ করতে হবে, এ কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক।
{link}
কলকাতার (Kolkata) ক্যামাক স্ট্রিটে সোমবার ঘাটালের পাশাপাশি হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে অভিষেক বৈঠক করেন। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে রাজ্যের প্রবীণ মন্ত্রী মানস ভুঁইয়া, শিউলি সাহা, প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর, পোড়খাওয়া নেতা অজিত মাইতি–সহ শাখা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতার বক্তব্য, এই সাংগঠনিক জেলার ব্লক স্তরের নেতৃত্ব কাজকর্ম নিয়ে হুমায়ুন কবীরের সঙ্গে রাধাকান্ত মাইতির প্রবল মতপার্থক্য দেখা দেয়। ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারপার্সন পদে এখন রয়েছেন রাধাকান্ত।
{link}
অতীতে তিনি ডেবরার বিধায়ক ছিলেন। এখন ডেবরার বিধায়ক হুমায়ুন (Humayun Kabir)। এই দুই নেতার সম্পর্ক মসৃণ নয় বলেই জেলার নেতাদের বক্তব্য। কেশপুরে ব্লক স্তরের নেতৃত্ব বদল নিয়েও শিউলির সঙ্গে এই সাংগঠনিক জেলার একাংশের মতপার্থক্য দেখা গিয়েছে। ডেবরা, পিংলা ও কেশপুর ব্লকের নেতৃত্ব বদল নিয়ে কাজিয়ায় জড়িয়েছেন এই নেতারা। এই বৈঠকে উপস্থিত এক নেতার কথায়, ‘রাধাকান্ত, শিউলি, হুমায়ুন, অজিত তাঁদের মতো প্রস্তাব দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রস্তাবগুলি বিবেচনা করা হবে। শেষ পর্যন্ত দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।'
{ads}