header banner

দীঘায় উদ্ধার প্রায় ৫৫০ কেজির চিরুনি ফলা মাছ, মাছ দেখতে হুড়োহুড়ি আড়তে

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মুখ হাত কয়েক লম্বা, করাতের মতো ঠোঁট, চেহারা অনেকটা হাঙরের মতো। মাছটি দেখলে চোখ কপালে উঠবে আপনারও। স্থানীয় ভাষায় এই বিশেষ মাছের নাম চিরুনি ফলা মাছ। রবিবার দিঘা মোহনার মাছের আড়তে এই বিরল প্রজাতির মাছ উদ্ধার হয়েছে। যে মাছ দেখে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে ব্যবসায়ীদের মধ্যে। বহু পর্যটকও ছুটে আসেন এই মাছ দেখবেন বলে।

{link}
স্থানীয় এক মাছ বাজারের এক ব্যবসায়ী জানান, এই মাছ এখন বিলুপ্তপ্রায়। বঙ্গোপসারের অনেকটা গভীরে এই মাছ দেখতে পাওয়ায় যায়। আগে এই চিরুনি করাত মাছ প্রায়শই জালে এলেও এখন তাদের দেখা মেলা ভার। মাছটির ওজন প্রায় ৫৫০ কেজি বলে মৎস্যজীবীরা জানিয়েছেন। মাছটি উড়িষ্যার পারাদ্বীপের একটি ট্রলারে ধরা পড়ে। সেখান থেকে দিঘা মোহনায় মাছটিকে বিক্রী করার জন্য নিয়ে আসা হয়। এইদিন দীঘা মোহনার আড়তে মাছটি নিলামে উঠছে। মৎস্যজীবীরা জানিয়েছেন মাছটি বিক্রী করে বেশ কয়েক হাজার টাকা ঘরে তুলতে পারবেন তারা। দিঘার মাৎস ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এই চিরুনি করাত মাছটির কদর রয়েছে এর পাখনার জন্য। পাখনা যত বড় হবে এর দামও ততটাই বেশী হয়। এগুলি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরীর কাজে ব্যবহার হয় বলেই প্রাথমিক ভাবে মৎস্যজীবীরা জানিয়েছেন।
{ads}

news fish rare fish Digha West Bengal সংবাদ

Last Updated :