header banner

Delhi : প্রায় ৬৫০ গ্রাম সোনা উদ্ধার এক যাত্রীর কাছ থেকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  দিল্লি নির্বাচনের প্রচার শেষ। এবার ভোটের পালা। প্রতি বারের মতো চলছিল ট্রেনে তল্লাশি। AC কামরায় দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। টিকিট ঠিকই ছিল। কিন্তু চোখে ছিল ভয়ের আতঙ্ক। আচমকাই তাদের সামনে এসে দাঁড়াল জিআরপি পুলিশ। দু’জনের মুখ দেখেই জিআরপি-র কিছু একটা সন্দেহ হয়। তারা প্রশ্ন করে বসে, আপনাদের পরিচয় কী? আর কোথায়ই বা যাচ্ছেন? এই প্রশ্নের কোনও জবাব দেয়নি ওই দুই যুবক। বরং তাদের চোখেমুখে যেন আতঙ্কের ছাপ ধরা পড়ে।

{link}

সন্দেহ আরও গাঢ় হয় জিআরপি-র। দুজনের সঙ্গে থাকা জিনিসপত্র তল্লাশি শুরু করে জিআরপি। আর সার্চ করার পর এক ভয়ঙ্কর সত্যি সামনে এল। চমকে গেলেন আশপাশে থাকা যাত্রীরাও। অমৃতসর-নয়াদিল্লি শতাব্দী ট্রেনে চলছিল চিরুনি তল্লাশি। আর সেই তল্লাশি অভিযানে প্রায় ৬৫০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে এক যাত্রীর কাছ থেকে। ওই স্বর্ণের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

{link}

এখানেই শেষ নয়, আরও ২ জন যাত্রীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকাও পাওয়া গিয়েছে। এরপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদের তুলে দেওয়া হয়েছে নয়াদিল্লি আরপিএফ-এর হাতে। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে অম্বালা ক্যান্টনমেন্ট আরপিএফ ইনচার্জ জাভেদ খান বলেন যে, নয়াদিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ক্রমাগত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আরপিএফ।

{ads}

News Breaking News Delhi সংবাদ

Last Updated :