header banner

Sonarpur : পাঁচ বছরের শিশুর উপর অত্যাচার মাসি ও মেসোর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাঁচ বছরের শিশুর উপর নারকীয় অত্যাচার (torture) মাসি ও মেসোর। যদিও শিশুটি তাদেরকে বাবা-মা হিসেবেই চেনে। মাত্র তিন মাস বয়স থেকে তাদের কাছে মানুষ এই মাতৃ হারা শিশুটি। চিরুনি দিয়ে তাকে সর্বত্র মারা হয় । এর পাশাপাশি তার গোটা গায়ে জ্বলন্ত সিগারেটের ছেঁকা দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর (Sonarpur) থানার পুলিশ। 

{link}

সোনারপুরের গোড়খাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত মাসী ও মেসোর সাথেই থাকতো আক্রান্ত শিশুটি। জন্মের পরেই তার মা মারা যায়। মা মারা যাওয়ায় মাত্র তিন মাস বয়স থেকেই মাসি ও মেসোর কাছেই থাকে সে। তাদেরকেই বাবা ও মা বলে জানতো ও ডাকত। স্কুলে গেলে প্রথমে তার স্কুলের বন্ধুদের নজরে আসে যে তার সারা শরীরে আঘাতের চিহ্ন। এরপর তাদের কাছে বাবা- মায়ের বিষয়টি খুলে বলে। অন্যান্য অভিভাবকরা বিষয়টি জানতে পেরে আক্রান্ত শিশুর মাসি ও মেসোর কাছে যান। শিশুটিকে নিয়ে পুলিশের কাছেও যান স্কুলের অন্যান্য অভিভাবকরা (guardian)।

{link}

শিশুটিকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির প্রাথমিক চিকিৎসার পর আপাতত তাকে একটি সরকারি হোমে (Govt Home) রাখা হয়েছে বলে সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিষয়টি অন্যান্য অভিভাবকরা সোনারপুর থানায় মৌখিকভাবে জানালেও এখনো পর্যন্ত কেউই লিখিত অভিযোগ দায়ের করেননি। স্কুলের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। যদিও ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। 


{ads}

News Breaking News torture Sonarpur investigation West Bengal School Student Child Govt Home guardian সংবাদ

Last Updated :