header banner

পথদুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর

article banner

সাতসকালেই নিয়ন্ত্রণহীণ বাসের সামনে পরে মৃত পশ্চিম মেদিনীপুরের মদনমোহনপুর গ্রামের দুই বাসিন্দা লালু দাস ও রাজু দাস। সম্পর্কে দুজনে কাকা ভাইপো ছিলেন। ঘটনাটি ঘটে পশ্চিমমেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বার ওয়ার্ডের চুড়িপুকুর সংলগ্ন এলাকায়। এটি হল ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর। ওনারা সকালে চুড়িপুকুরে এসেছিলেন বাজার করতে। বাজার সেরে রাস্তা পারাপার করার সময় ঘটে দুর্ঘটনাটি। যাত্রীবাহী চন্দ্রকোনাগামী দুরন্ত গতিসম্পন্ন বাসটির সামনে এসে পড়েন ওই বাইক আরোহীরা, দুরন্তগতিতে থাকায় বাসচালক সামলাতে না পেরে বাইকটিকে ধাক্কা মেরে টেনে নিয়ে যান। রাস্তার বামপাশে থাকা এক লটারির দোকানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ছুটে আসেন বাইকটিকে বাঁচানোর জন্য। বাইকটিকে প্রায় কয়েকমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ঘাতক বাসটি। ঘটনাস্থলেই মারা যান দুই বাইক আরোহী এবং গুরুতরভাবে আহত হন অপর সেই ব্যাক্তি। দোকানটি তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনাটি ঘটার সাথে সাথে স্থানীয় লোকজনেরা ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় সুত্রের খবর আহত হওয়া ব্যাক্তিটির নাম দেবাশিস মণ্ডল। উনি চুড়িপুকুর গ্রামেরই বাসিন্দা। ওনার অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায়ে ওনাকে প্রথমে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় তারপর মেদিনীপুরে পাঠানোর ব্যাবস্থা করা হয়। মৃতের বাড়িতেও খবর দেওয়া হয়। বাসযাত্রীদের তেমন কিছু ক্ষয়খতি হয়নি।খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ এসে উপস্থিত হন পরিস্থিতি সামাল দিতে। পুলিশ এসে উদ্ধার করেন বাসের তলা থেকে দুই মৃত বাইক আরোহীকে। এই মর্মান্তিক পথদুর্ঘটনার জেরে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের পরিস্থিতি প্রায় বেসামাল হয়ে পরেন পুলিশ এসে পরিথিতি নিয়ন্ত্রণে নিয়ে যায়। এখন কিছুক্ষন পরিস্থিতি বেসামাল হয়ে পড়াতে রাস্তা বন্ধ থাকলেও এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। 

{ads}

Accident Death Bike Accident Bus Accident Road Accident West Mednapur West Bengal India

Last Updated :