header banner

গরু বোঝাই লড়ি উল্টে মৃত এক

হাওড়ার ৬ নং জাতীয় সড়কে ধুলাগরের কাছে গরু বোঝাই লরি উল্টে এক জন মৃত। আহত চার। আহতদের আনা হয়েছে হাওড়া হসপিটালে। 
পুলিশ সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া থেকে ডানকুনির দিকে যাওয়ার পথে ধুলাগর টোল প্লাজার কাছে লরির সামনের চাকা ফেটে গেলে চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। লরি ডিভাইডার টপকে উঠে গিয়ে উল্টে যায়। জানা যাচ্ছে লরির মধ্যে আরো কিছু ব্যাবসায়ী ছিল। নরঘাট থেকে গরু নিয়ে বেলেঘাটা যাচ্ছিলেন গরু ব্যাবসায়ীরা।


এই দুর্ঘটনার ফলে, জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে । অনেকগুলো গরু প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনায় ।{ads}
 

Accident Truck accident Dhulagarh Expressway Dead in accident Businessman Cow businessman Truck accident west bengal tourism bengali news zee 24 ghanta bangla news naraghat toll plaza accide

Last Updated :