header banner

চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রানরক্ষা চালক ও যাত্রীদের

article banner

যাত্রী বোঝাই চলন্ত বাসে আগুন, সাতসকালে পুড়ে ভস্মীভূত সরকারি বাস। ঘটনায় কোন হতাহতের খবর নেই। মুর্শিদাবাদে নবগ্রাম থানার গোপগ্রাম এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বুধবার সকালে ঘটে দুর্ঘটনাটি। যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুর্ঘটনা গ্রস্ত ওই গাড়ির চালক। বাস চলাকালীন হঠাতই ধোঁয়া বের হতে শুরু করে ইঞ্জিন থেকে। বাস ভরে ওঠে ঘন কালো ধোঁয়ায়। কিন্তু তখনই সতর্কতা অবলম্বন করে যাত্রীদের নেমে যাওয়ার কথা বলেন বাসচালক ও কন্ডাকটার। স্বাভাবিকভাবেই প্রাণঘাতী দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পায় গাড়ি বোঝাই যাত্রী সহ চালক ও ওই গাড়ির যাত্রীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

 
জানা গিয়েছে বুধবার সকালে সরকারি বাসটি নদীয়ার রানাঘাট থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই যাওয়ার পথেই চলন্ত অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে প্রথম পৌছায় স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় নবগ্রাম থানার পুলিশ। পরে বহরমপুর থেকে দমকল বাহিনী পৌঁছে দীর্ষ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুর্ঘটনার ফলে দীর্ঘ সময়ের জন্য যানজট সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। চলন্ত বাসে আগুন নেভানো দেখতে ভিড় করে উৎসাহী জনতা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যানচলাচল।

 

{ads}
 

Accident Fire Bus Burnt National Highway 34 Passengers West Bengal Fire Services West Bengal Fire Department Murshidbad Nabagram West Bengal India

Last Updated :