header banner

Rajarhat Bus Accident: সাত সকালেই রাজারহাটে দুর্ঘটনা! বাস উল্টে খালে পড়ে আহত কমপক্ষে ১৬

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সাত সকালেই রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল খালে। প্রত্যেক্ষদর্শীরা বলছেন, বেশি গতি এর জন্য দায়ী। স্থানীয় তৎপরতায় উদ্ধার করা হল যাত্রীদের। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন যাত্রী। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। বাসের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কি না, তা তল্লাশি করে দেখছে পুলিশ। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সকালে হাড়োয়া থেকে করুণাময়ী আসছিল বাসটি। হাড়োয়া খাল সংলগ্ন ব্রিজে বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ডিভাইডার ভেঙে খালে গিয়ে পড়ে বাসটি। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। খবর পেয়ে আসে পুলিশও।

{link}

এই প্রসঙ্গে আহত এক যাত্রী বলেন, “আমার বাড়ি বেড়াচাঁপায়। সল্টলেকে অফিসে যাচ্ছিলাম। বাস ভর্তি ছিল। একটা বাসকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। হঠাৎ বাসটা খালে পড়ে যায়। আমার খুব একটা বেশি লাগেনি। তবে অনেকেই আহত হয়েছেন।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যাত্রীদের চিৎকার শুনেই তাঁরা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পুলিশও। দেখা যায়, বাসের প্রত্যেক যাত্রীর সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। বাসের যাত্রীরা পরিবারের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। বাসের চালক মদ্যপ ছিলেন কি না, তাও দেখা হচ্ছে।

{ads}

Bus Accident Rajarhat Bus Accident News Bus Accident News Bengali News Accident News West Bengal সংবাদ বাস দুর্ঘটনা রাজারহাট

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article