header banner

তৃণমূলের পতাকা লাগানো গাড়ি করে গরু পাচারের সময় দুর্ঘটনা সোদপুরে

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের পতাকা লাগিয়ে গাড়ি করে গরু পাচারের চেষ্টা। কিন্তু বাধ সাধল কপাল। সেই পাচারের সময়েই সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বিষয়টি খেয়াল করেন। বাধা দিতে গেলে সেই গাড়িটি দ্রুত গতিতে বি.টি. রোড ধরে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর দত্ত রোড এর কাছে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনার পর গাড়ির চালকসহ অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়। ঘাতক গাড়িটিকে গরু সমেত খড়দহ থানার পুলিশ আটক করে । তারপর গাড়ি থেকে পাচার হওয়া গরুকে উদ্ধার করে পুলিশ। 

{link}
ওইটুকু ছোট্ট গাড়ির মধ্যে পিছনের সিট খুলে গরুর দুটি পা বেঁধে তাকে তোলা হয়েছিল গাড়িতে। অমানবিকভাবে করা হচ্ছিল পাচারের চেষ্টা। এই বিষয়টি যেমন অবাক করা, তেমনই গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে উঠছে প্রশ্ন? আর এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খরদহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানান, ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। রাজ্য বিজেপি নেতা কিশোর কর বলেন, গরু পাচারের ঘটনা তৃণমূলের সংস্কৃতি। তাই ধরা পড়ে যাওয়ায় এখন দোষ ঢাকার জন্য বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল দল। তবে এই রাজনৈতিক টানাপড়েনের মাঝেই পুরোদমে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক চালকের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। 
{ads}

news Trinamool Congress Cow Smuggling West Bengal সংবাদ

Last Updated :