header banner

৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, নদীয়ায় বাসের পিছনে লরির ধাক্কায় অল্পের জন্য প্রানরক্ষা যাত্রীদের

article banner

নিজস্ব সংবাদদাতা, নদীয়া: আবারও ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাসের পিছনে দ্রুতগতি লরির ধাক্কায় ঘটে দুর্ঘটনাটি। অল্পের জন্য প্রাণে বাঁচে বাসযাত্রীদের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় কলকাতা থেকে শিলিগুড়ি গামী বাসটি যাওয়ার সময় দুটি লরি একে অপরকে টেক্কা দিয়ে চালাচ্ছিল । তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে। বাসটির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় । ভেঙে যায় বাসের বেশ কিছু অংশ। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যায় যাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পুলিশ এসে লরিটি আটক করলেও চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

{link}

স্থানীয়দের দাবি ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে যেমন কাজ চলছে, তেমনই পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। স্থানীয়দের দাবি, যতদিন না পর্যন্ত সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজর রাখা উচিত না হলে যতদিন যাবে ততই বাড়বে দুর্ঘটনা। এদিকে যে অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে তা কার্যত স্পষ্ট। সকল বাসযাত্রীরাই এখনও সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর। 

{ads}

news accident Nadia West Bengal সংবাদ

Last Updated :