header banner

হাইকোর্টের নির্দেশ, শনিবার অভিষেকের গড়ে সভা করবেন শুভেন্দু

article banner

সুদেষ্ণা মন্ডল , ডায়মন্ড হারবার: উলটপুরাণ! যুযুধান দু’পক্ষ একইদিনে রাজনৈতিক সভা করবেন একে অপরের গড়ে। ৩ ডিসেম্বের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে সভা করার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। শনিবার ডায়মন্ড হারবারের লাইটহাউস মাঠে সভা করবেন বিরোধী দলনেতা। শুক্রবার ন্যূনতম শর্তসাপেক্ষে জনসভার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।তবে উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে সভা করতে পারবেন শুভেন্দু। পাশাপাশি কড়া নির্দেশ, সাধারণ মানুষের অসুবিধা না করে, শব্দবিধি মেনে সভা করতে হবে। দক্ষিণ ২৪ পরগনায় কুলপির দলনঘাটা এলাকার একটি মাঠে শনিবার বিরোধী দলনেতার জনসভার পরিকল্পনা ছিল। সেই মতো মঞ্চ তৈরি করার জন্য সরঞ্জামও চলে এসেছিল। পরে আইনি জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাঠের সমস্যা নিয়ে যে আবেদন করা হয়েছিল, তা উচ্চ আদালতে মঞ্জুর হয়েছে। সভা করার অনুমতি দেওয়া হয়নি। তার পরই শুক্রবারের এই নির্দেশ।

{link}

এদিকে, একই দিনে কাঁথিতে অধিকারীদের বাসভবন ‘শান্তিকুঞ্জ’ থেকে ১০০ মিটার দূরত্বেই জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান, সভার জন্য বিকল্প মাঠ খোঁজা হচ্ছে। শুক্রবার আদালত জানিয়ে দিল, ডায়মন্ড হারবারের লাইট হাউসের মাঠে শুভেন্দু সভা করতে পারবেন। প্রসঙ্গত, এই মাঠেই জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুভেন্দু সভাইকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা দীপক হালদার জানান, রাজনৈতিক সন্ত্রাসকে উপেক্ষা করে রাজ্যের বিরোধী দলনেতা শনিবার আসছে ডায়মন্ড হারবারে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর সভার প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভাতে জনজোয়ার বয়ে যাবে ।বিজেপি কর্মীর সমর্থকদের বাড়তি অক্সিজেন যোগাবে এই সভা। অন্যদিকে ডায়মন্ড হারবারে শুভেন্দু সভার আগে ডায়মন্ডহারবার শহর মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা দিয়ে। এই বিষয়ে ডায়মন্ড হারবার ২ ব্লকের সভাপতি অরুময় গায়েন বলেন, তৃণমূল শুভেন্দুর সভা কে বানচাল করার জন্য তৃণমূলের পতাকা লাগাইনি আগামী ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবার এমপি কাপ উপলক্ষে ডায়মন্ড হারবারে আসছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই এমপি কাপের প্রস্তুতি হিসেবে ডায়মন্ড হারবার শহরে তৃণমূলের পতাকা ও ফেস্টুন লাগানোর কাজ তৃণমূল কর্মী-সমর্থকেরা শুরু করে দিয়েছে। শুভেন্দুর সভাকে ঘিরে এলাকায় মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শনিবার দুই সেনাপতির লড়াই।

{ads}

news High Court Suvendu Adhikari West Bengal Diamond Harbour সংবাদ

Last Updated :