header banner

তোলার টাকা না দেওয়ায় প্রকাশ্য বাজারে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: প্রকাশ্য বাজারে শুট আউট। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার হটুগঞ্জ মোড় এলাকায়। ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজারে । গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নিখিল কুমার সাহা তিনি ডায়মন্ড হারবার পুরসভার ১৩ নং ওয়ার্ডের বাসীন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার  রাতে এলাকার প্রসিদ্ধ মুদি ব্যবসায়ী নিখিল কুমার সাহা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।  সেই সময় এলাকারই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যবসায়ীর পথ আটকায় এবং তার কাছ থেকে তোলার টাকা চায়। তোলার টাকা দিতে অস্বীকার করায়  ব্যবসায়ীকে  লক্ষ্য করে গুলি চালানোর পর  এলাকায় বোমাবাজি করে পালিয়ে যায় অভিযুক্ত দুষ্কৃতী । পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

{link}

আহত ব্যবসায়ী আঘাত গুরুতর থাকায় আহত ব্যবসায়ীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহত ব্যবসায়ীর পাকস্থলীতে গুলি লেগেছে। আহত ব্যবসায়ী লিখিল কুমার সাহা জনান, প্রতি দিনের মত হটুগঞ্জ এলাকা থেকে মুদি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়। এলাকার এক দুষ্কৃতী  রেজাউল হক ওরফে ছোট মাটাল আর পথ আটকায়। এর পর দুষ্কৃতী ব্যবসায়ীর কাছ থেকে তোলার টাকা চায়।ওই দুষ্কৃতী প্রায়ই তোলার  টাকা চাইতো ব্যবসায়ীর থেকে।  এদিনও তোলার টাকা চেয়ে ব্যবসায়ীর পথ আটকায়। ওই ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করায় প্রথমে ধস্তাধস্তি হয় পরে তাকে লক্ষ্য করে তার বুকে গুলি চালায় রেজাউল হক। অন্যদিকে এই ঘটনায় ডায়মন্ড হারবার এসডিপিও মিতুন কুমার দে জানায়, ইতিমধ্যেই মূল অভিযুক্ত রেজাউল হক ওরফে ছোট মাটালকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যবসায়ী আঘাত গুরুতর থাকায় অস্ত্র প্রচারের জন্য স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। এই ঘটনার পর থেকেই হটুগঞ্জ বাজার এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উস্তি থানার বিশাল পুলিশ বাহিনী।

{ads}

news South 24 Paragana Crime West Bengal সংবাদ

Last Updated :