নিজস্ব সংবাদদাতা, নদীয়া: নদীয়া জেলা প্রশাসনিক ভবনের চেয়ারে বসে একাধিক আধিকারিকের সই জাল করে কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে জনগণনা দপ্তরের ওই কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। একই সাথে সিল করে দেওয়া হয় নদিয়া জেলা প্রশাসনের জনগননার দপ্তরটিকে। ধৃত ওই সরকারী কর্মীর নাম মনোতোষ কর্মকার।
{link}
সূত্রের খবর, কয়েক বছর আগে চাকুরী জীবন থেকে তিনি অবসর নেন। অবসরের পরেও তিনি কর্মরত ছিলেন অথচ বেতন নিচ্ছিলেন না। আর তখনই সকল কর্মীদের সন্দেহ হয়। মনোতোষ বাবুর সহকর্মীরা বারবার বেতন তোলার কথা বললেও তিনি বেতন তোলেননি। তার আর্থিক অসচ্ছলতার কথা ও গল্প করতেন সহকর্মীদের কাছে। তার ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা যায় প্রায় কোটি টাকার উপর লেনদেন হয়েছে। এরপরই নদীয়া জেলা নির্বাচন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন আধিকারিকের সই জাল করে টাকা তছরুপের অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় মনোতোষ কর্মকারকে। ধৃত মনোতোষ কর্মকারকে শুক্রবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। বিষয়টির বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
{ads}