header banner

বাসন্তীর বোমা বিস্ফোরন কাণ্ডে দোষ স্বীকার অভিযুক্তের, গোষ্ঠীদ্বন্দ্বে কাঠগড়ায় তৃণমূল

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: বাসন্তীর ভারতীর মোড়ে বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন তিনজন। শনিবার সেই বাসন্তীর বোমা বিস্ফোরনের তদন্ত নেমে পুলিশের হাতে উঠে এলো বিস্ফোরক তথ্য। জানা যায়, তৃণমূলের একটি সভাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয় কিছুদিন আগে। তার রেশ ছিলই। তার জেরে পঞ্চায়েত সদস্য হাবিবুল্লার বাড়িতেও বোমাবাজি হয়েছিল বলে অভিযোগ। এর বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে সেসময় মনিরুলকে গ্রেফতার করা হয়নি। সেই মনিরুলের বাড়িতেই শনিবার বোমা বিস্ফোরণ হয়। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে যা ঘটেছে তার সঙ্গে রাজনীতি জড়ালে হবে না। দুষ্কৃতীরা দুষ্কৃতীর কাজ করছে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যারা অবৈধভাবে হাতে বোমা তুলে নিচ্ছে, বোমা বাঁধছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এলাকায় শান্তি বজায় রাখাই লক্ষ্য। 

{link}

বাসন্তীর বিধায়ক তত্ত্ব খারিজ হয়ে যায় অভিযুক্তের বক্তব্যেই। প্রধানের লোক, মাদার গোষ্ঠী’ তাঁদেরকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন যুব গোষ্ঠীর নেতারা। বাসন্তী বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত মনিরুল খাঁ। গ্রেফতারির পর তাঁকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। পুলিশের গাড়িতে ওঠার সময়েই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। বিস্ফোরণের দোষ কবুল করে পঞ্চায়েত সদস্যের দিকেই আঙুল তোলেন মনিরুল। তাঁকে প্রশ্ন করা হয়, বোমা বাঁধার জন্য তাঁরা কোনও বরাত পেয়েছিলেন কিনা? মনিরুল বলেন, হাবিবুল্লা খানরা এসব করছে। প্রধান আমাদের সঙ্গে রয়েছে। প্রধানের নির্দেশে হয়নি কিছুই। মোকিব খান, হাবিবুল্লা খানরা এসব করেছে। আমি বাড়িতে ছিলাম না। ওরা চক্রান্ত করে এসব করেছে। প্রসঙ্গত, হাবিবুল্লা হলেন যুব তৃণমূল নেতা ও আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার এলাকার পঞ্চায়েত সদস্য।  তিনি বলেন, “মাদার গোষ্ঠীর লোকজন সর্বক্ষণ অশান্তি পাকাতে চায়। আমরা মানুষের পাশে থাক তে চাই। কিন্তু মনিরুলরা তোলাবাজি দল করে, মাদার গোষ্ঠী।” বাসন্তীতে বোমা ফেটে আহত তিন জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। রবিবার ঘটনাস্থলে যেতে পারে ফরেন্সিক টিম। এলাকাবাসীরা ভয়ে মুখ খুলতে চাইছেন না। গ্রামে চলছে পুলিশি টহল।

{ads}

news Basanti Bomb blast case South 24 Paragana West Bengal সংবাদ

Last Updated :