header banner

সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে রামপুরহাটে বিক্ষোভের মুখে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়

article banner

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। শুক্রবার রামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একাধিকবার মেজাজ হারিয়েও ফেলেছিলেন অভিনেত্রী। মেলেরডাঙা থেকে রামপুরহাটের রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 

{link}
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আবাস দুর্নীতি নিয়ে বড়সড় প্যাঁচে রাজ্যের শাসকদল তৃণমূল। জেলায়-জেলায় আবাস দুর্নীতি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ চরমে উঠেছে। পাহাড় প্রমাণ এই ক্ষোভ ভালোই টের পাচ্ছেন দলীয় কর্মসূচি সারতে গ্রামে যাওয়া তৃণমূলের নেতারা। ফি দিন তৃণমূলের সাংসদ-বিধায়কদের ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। আজ বিক্ষোভের সেই ছবি ধরা পড়ল বীরভূমের রামপুরহাটে। তৃণমূলের তারকা এই সাংসদকে সামনে পেয়েই আবাস দুর্নীতি থেকে শুরু করে বেহাল রাস্তার সংস্কার না হওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মেলেরডাঙা থেকে রামপুরহাটে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, গতবার লোকসভা নির্বাচনের সময় ভগ্নপ্রায় এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন শতাব্দী রায়। কিন্তু তিনি ভোটে জেতার পর চার বছরের মাথাতেও ওই রাস্তার সংস্কার হয়নি। যদিও শতাব্দী রায় এদিন মেলেরডাঙা গ্রামে বলেছেন, ‘এখানে কিছু মানুষ রয়েছেন, তাঁরা দুর্নীতিগ্রস্ত। পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে বাড়ি নিয়েছেন। আমি সরকারি আধিকারিকদের বলব, যোগ্যরা যেন বঞ্চিত না হয়। সেটা দেখবেন।‘ যদিও এই রাস্তা না হওয়ার ইস্যুতে মুখ খোলেলনি অভিনেত্রী সাংসদ। 
{ads}

news Satabdi Roy Trinamool Congress protest West Bengal সংবাদ

Last Updated :