header banner

Rachna Banerjee : তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক:  লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস হুগলীতে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করায় দিদি নং ওয়ান এ শুধু মমতা ব্যানার্জীকেই নয়,ক্ষমতা থাকলে ভোট হওয়ার পর পরের এপিসোডে সন্দেশখালির দিদি মা বোনেদের এনে তাদের কান্না মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনানোর জন্য জানালেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।শুধু তাই নয়,দিদি নং ১ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কারণে দুই দিদিকে নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ।পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর রথতলায় রবিবার বিকালের এক জনসভায় শতরূপ বলেন,“দিদি নং ওয়ান বলে একটা প্রোগ্রাম হয়।সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন।ওরা বলছে যে দিদি নং ওয়ান রচনা ব্যানার্জী বাংলার এক নম্বর দিদি মমতা ব্যানার্জীকে নিয়ে এসেছে।ওরা দুজন মিলে দিদি দিদি খেলবে।তৃণমূলে ভোটে দাঁড়িয়ে যাবে।”আরও কটাক্ষের সুরে তিনি জানান,,জনপ্রিয় এই অভিনেত্রী আগে কোনোদিন হুগলীতে এসেছিল কিনা,আগে হয়তো শুটিং করতে এসেছিল।কিন্তু হুগলীর পাড়ায় পাড়ায়,শ্রমজীবি মানুষের এলাকায় ছাত্রযুব লড়াই আন্দোলনে উনি কোনোদিন আসেননি,ভবিষ্যতে আসলে ভালো,না আসলে আরো ভালো।তৃণমূল কংগ্রেসের ঘোষিত ৪২ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী সাতদিন আগে বিজেপি করত বলে মন্তব্য করেন তিনি।শুধু তাই নয় মুকুটমণি অধিকারীদের মত প্রার্থীদের  সঙ্গে রাম্পে হাঁটতে কেমন লাগছে এমনই এক প্রশ্ন ছোঁড়েন তৃণমূল প্রার্থী দেবাংশুর দিকে।এছাড়াও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক কার্যকরী পদক্ষেপ নিলেও বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় ওনার নায্য রায়,নায্য বক্তব্য প্রশ্নের মুখে দাঁড়িয়েছে বলে শতরূপ মন্তব্য করেন।শতরূপ এদিন ব্রিগেড মাঠে তৃণমূলের ৪২ প্রার্থীদের হাঁটা ও ইউসুফ পাঠান,কীর্তি আজাদের মত প্রার্থীদের ভোটে দাঁড়ানো নিয়েও প্রশ্ন তোলেন ।

{ads}

 

News Politics TMC Rachna Banerjee Election সংবাদ

Last Updated :