শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : লোকসভা নির্বাচন চলছে। সবে মাত্র শেষ হয়েছে দু’টি দফার নির্বাচন। এখনও বাকি পাঁচটি দফা। তৃতীয় দফার নির্বাচন হবে ৭ মে। এমতাবস্থায় বুধবার বিজেপিতে যোগ দিলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বাঙালি শিল্পী রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়ে তিনি হাতে তুলে নেন গেরুয়া ঝান্ডা। উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া দিয়ে পদ্ম শিবিরে তাঁকে স্বাগত জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন জ্যোতিষ অমেয় জোশীও।গৈরিক শিবিরে যোগদান পর্ব সেরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন রূপালি (Rupali Ganguly)।
{link}
রূপালি বলেন, “উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই আমার এই সিদ্ধান্ত।”
জন্মসূত্রেই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত রূপালি। মুম্বইয়ের প্রবাসী বাঙালি পরিবারে জন্ম, ১৯৭৫ সালের ৫ এপ্রিল। বাবা অনিল গঙ্গোপাধ্যায় চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার। ভাই বিজয় কোরিওগ্রাফার। এক সময় থিয়েটারেও চুটিয়ে অভিনয় করেছেন। বাবার পরিচালনায় সাত বছর বয়সে অভিনয় সাহেব ছবিতে। টেলিভিশনে বিপুল জনপ্রিয়তা পান রূপালি। ‘সঞ্জীবনী’, ‘অনুপমা’র মতো সিরিয়াল তাঁকে জনপ্রিয়তা এনে দেয় সর্বভারতীয় স্তরে।
{link}
পদ্ম আঁকা গেরুয়া শাড়ি, হাতে শাঁখা-পলা-নোয়া – একেবারে বাঙালি সাজে সজ্জিত হয়ে গেরুয়া খাতায় নাম লেখান রূপালি। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই। দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমায় দলে নিলেন, একদিন তাঁরা আমায় নিয়ে গর্ব বোধ করেন।”মার্চ মাসে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন রূপালি। পরে ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তকে জীবনের সব থেকে সেরা ও স্মরণীয় দিন বলে উল্লেখ করেছিলেন এই বঙ্গকন্যা। লিখেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো (Rupali Ganguly)।”
{ads}