header banner

বাকযুদ্ধই কি তবে অস্ত্র ?

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী  করোনা পরিস্থিতিতে পরিবেশ ও জল দূষণ রোধে এবার বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। ছট পূজার সময়ে পরিবেশের কথা মাথায় রেখে রবীন্দ্র সরোবর বন্ধ থাকার দরুণ পূজোর জন্যে প্রস্তুত করা হয়েছে মোট ৪৪ টি সরোবর। এই ৪৪টি জলাশয়ের মধ্যে  কৃত্রিম জলাশয় রয়েছে ১৬টি। প্রিন্স আনোয়ার শাহ রোডে এই কৃত্রিম জলাশয় পরিদর্শনে যায় কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এবং পরিবেশ বাঁচাতে ভক্তদের এই কৃত্রিম জলাশয় ব্যাবহার করার পরামর্শ দেন। পাশাপাশি তিনি এটাও বলেন, প্রত্যেকটি কৃত্রিম জলাশয়ের পাশে থাকবে বায়ো-টয়লেট, চেঞ্জিং রুম এবং পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা। এছাড়াও থাকবে দর্শনার্থী ও পুণ্যার্থীদের জন্য প্রাতরাশ এবং অন্যান্য সামগ্রীর পূর্ন ব্যাবস্থা।  {ads}
এইদিনই জলাশয় পরিদর্শনে গিয়ে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফগ্রীনের বাড়িতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বর্তমান সরকারের বিষয়ে করা মন্তব্যের প্রত্যুত্ত্বর দেন পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি অধীর বাবুর বক্তব্যকে কটাক্ষ করে জানিয়েছেন, সৌমিত্র বাবু একজন বিখ্যাত শিল্পী ছিলেন। তাই একমাত্র সৌমিত্র বাবুই জানাতে পারতেন যে তাঁকে রাজ্যের পক্ষ থেকে কোনো সম্মান দেওয়া হয়েছে কিনা। তাই, তাঁর দেহাবসানের পরে তাকে নিয়ে রাজনীতি একেবারেই কাম্য নয় বলে তিনি জানিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনের প্রাক্কালে একের পর এক বাকযুদ্ধ লেগেই রয়েছে। তবে, রাজ্য রাজনীতির উর্ধ্বে সৌমিত্র চ্যাটার্জি। তাই, স্বাভাবিক ভাবেই বলা যায়, নির্বাচনের হাতিয়ার হিসেবে তাঁকে নিয়ে পারস্পরিক তর্ক বিতর্ক একেবারেই যথাযথ নয়। {ads}
 

Adhir Ranjan Chowdhury Congress Firhad Hakim TMC Clash West Bengal

Last Updated :