header banner

ফেলিওর ইস দ্যা পিলার অফ সাকসেস...

article banner

২০২১-এর বিধানসভায় দেখা যাবেনা কংগ্রেস ও বামেদের। কিছুটা হলেও শক্তি বাড়িয়ে বিরোধী আসনে বসবে বিজেপি। দীর্ঘদিন পরে, বাম কংগ্রেস শূন্য বিধানসভা দেখতে হবে এমনটা হয়ত অনেকেই দুঃস্বপ্নেও ভাবেননি। যা নিয়ে আক্ষেপ রয়েছে তৃণমূল নেত্রী ও এই রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের মধ্যেই থাকে জয় পরাজয়। কিন্তু ৩৪ বছর এই রাজ্য শাসন করা বামেদের কিংবা কংগ্রেসের এই পরাজয় কোন তলানিতে গিয়ে ঠেকছে তা নিশ্চই বিশ্লেষণ করবেন দলীয় নেতৃত্বেরা। কিন্তু সাম্প্রতিক অতীতে রাজ্যজুড়ে বামেদের বিপর্যয় এবং মালদা ও মুর্শীদাবাদে কংগ্রেসের বিপর্যয় কর্মীদের মন ভেঙে দুরমুশ করে দিয়েছে। কিন্তু তার পরেও অধীর চৌধুরী মচকালেও ভাঙেননি।

{link}

শপথগ্রহন অনুষ্ঠানে নিমন্ত্রন না পেয়ে আক্ষেপ থাকলেও তা প্রকাশ করতে চাননি কংগ্রেসের রাজ্য মুখপাত্র। অনেক আন্দোলনের সাক্ষি অধীর চৌধুরী মনে করেন পরাজয়ের মধ্যে দিয়েই তৈরি হয় জপ্যের জন্য অদম্য জেদ। আত্মবিশ্বাসী অধীর মমতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন শিক্ষা স্বাস্থ্য ও শিল্পে এই বাংলার যাতে অগ্রগতি হয় তার জন্য নতুন সরকার কাজ করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় ইনিংস শুরু হওয়ার প্রাক্কালে তার আবেদন সমস্ত রাজনৈতিক দলকেই যেন মর্যাদা দেওয়া হয়।  

{ads}

Adhir Ranjan Chowdhury অধীর রঞ্জন চৌধুরী Congress Mamata Banerjee TMC Election News West Bengal India Politics

Last Updated :