header banner

প্রমান করতে হবে দুর্নীতিতে আপনি জড়িত ননঃ অধীর

article banner

  তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী ও শ্যালিকার বাড়িতে সিবিআই হানার পর সিবিআইয়ের তদন্ত সাপেক্ষ বিষয়গুলি নিয়ে মুখ খুললেন কংগ্রেস রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি সরাসরি বললেন মুখ্যমন্ত্রীর সাহস থাকলে একবার বলুক তদন্তে যদি দুর্নীতি প্রমান হয় তাহলে তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন, শুধু তাই নয়, তিনি প্রমান করতে বলেন যে উনি এবং ওনার পরিবার কোন ভাবে জড়িত নন। এছাড়াও তিনি বলেন এর পূর্বে কয়লা পাচার, গোরু পাচার, বালি পাচার অনেক হয়েছে, এবং সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নাম তখনও জড়িয়ে ছিল। যে কারনে সিবিআই তদন্ত করছে আমরা সে কারন গুলিকে অস্বীকার করতে পারিনা বলে জানান আধির রঞ্জন চৌধুরী। এছাড়াও তিনি কাটমানি নিয়েও কথা বলেন। সামনেই নির্বাচনের দিন আসতে চলেছে ঠিক তার আগেই সিবিআইয়ের তদন্ত যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

     
    {ads}

Adhir Ranjan Chowhury Congress State President CBI Investigation TMC MP Abhishek Banerjee Politics West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article