header banner

সাহেব সর্দারের মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ স্তর পর্যন্ত আইনী লড়াইয়ের হুঁশিয়ারী অধীরের

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগনা: নরেন্দ্রপুর থানায় পুলিশ হেফাজতে সুরজিত ওরফে সাহেব সর্দারের মৃত্যুর ঘটনায় সর্বোচ্চ স্তর পর্যন্ত আইনী লড়াইয়ের হুঁশিয়ারী প্রদেশ কংগ্রেস সভাপতির। এই ঘটনায় পুলিশকে অপহরণকারীদের সাথে তুলনা করেছেন তিনি। অপহরণ করে টাকা না পাওয়ায় খুন করা হয়েছে বলে তার অভিযোগ। কালিয়াগঞ্জে পুলিশের সাথে যে ঘটনা ঘটেছে আগামীদিনে রাজ্যের যে কোনো জায়গায় পুলিশের সাথে একইরকম ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি। পুলিশ পুরোপুরি তৃণমূলের দাসত্ব করছে বলে মঞ্চ থেকে অভিযোগ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি।

{link} 
সুরজিতের মৃত্যুর ঘটনার প্রতিবাদে গড়িয়ায় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিয়েই এই হুঁশিয়ারি দেন অধীর চৌধুরী। এদিনের সভায় উপস্থিত ছিলেন সুরজিতের পরিবারের সদস্যরাও। সভা শেষে পরিবারের সাথেও দেখা করেন তিনি। এদিনের সভায় তৃণমূল কংগ্রেস থেকে কয়েকশ কর্মী কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

{link}
পুলিশ ও পরিবার সুত্রে জানা গিয়েছে গড়িয়ার বাসিন্দা সুরজিত ওরফে সাহেব সর্দারকে ১৩ এপ্রিল দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় পুলিশ ৷ যদিও পুলিশের নখিতে ১৪ তারিখ গ্রেফতার দেখানো হয়েছে ৷ চুরির মামলা দায়ের হয় অভিযুক্তের নামে ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে ২০ এপ্রিল  থানার লকআপেই অসুস্থ বোধ করে সুরজিত ওরফে সাহেব ৷ প্রথমে তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে এমআরবাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই ২১ এপ্রিল তারিখ অর্থাৎ শুক্রবার মৄত্যু হয় ৷

{ads}

news Adhir Ranjan Chowdhury Congress West Bengal সংবাদ

Last Updated :