header banner

হাইকোর্টের নির্দেশে ডায়মন্ড হারবার সংশোধনাগার পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

article banner

নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার: উচ্চ আদালতের নির্দেশে ডায়মন্ড হারবার  সংশোধনাগার পরিদর্শন করলেন  প্রশাসনিক কর্তারা। শুক্রবার ডায়মন্ড হারবার সংশোধনাগারে পরিদর্শনে  যান ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ ও সুরক্ষা আধিকারিক মিতুন দে। উচ্চ আদালতের নির্দেশ ডায়মন্ড হারবার সংশোধনাগার পরিদর্শন  করা হয় যেখানে সংশোধনাগারের নিরাপত্তা পরিকাঠামো ও বন্দীদের পরিস্থিতিসহ একাধিক বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা এবং সেই রিপোর্ট উচ্চ আদালতে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। পরিদর্শন শেষে সেইভাবে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়েছে পুলিশের তরফে। 

{ads}

news Diamond Harbour Jail West Bengal সংবাদ

Last Updated :