header banner

কাঁথির ৫৮ জন মাধ্যমিক পরীক্ষার্থীর এডমিট অধরা, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জীবনের প্রথম বড়ো বোর্ড লেভেলের পরীক্ষা দিতে বসতে চলেছে পড়ুয়ারা। পরীক্ষা মাত্র আর কয়েকদিন বাকি। এদিকে পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ডই এখনও হাতে পৌঁছায়নি পড়ুয়াদের। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসা স্কুলে। যার জেরে শুক্রবার দুপুরে কাঁথি হাসপাতাল রাস্তায় উওর দারুয়া এলাকায় কাঠের গুড়ি পেকে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। দীর্ঘক্ষণ বিক্ষোভের ফলে ব্যাপক যানজট তৈরি হয়। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর বুঝিয়ে রাস্তা অবরোধ তুলে কাঁথি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা। 

{link}
বস্তুত,  আগামী ২৩ শে ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অন্যান্য স্কুলে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড পৌঁছালেও,  কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসাতে এখনো এডমিট কার্ড পৌঁছায়নি। ওই স্কুলে মোট ৫৮ টি এবার মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। এডমিট কার্ড না পৌঁছায় জন্যই ক্ষিপ্ত হয়ে উঠলেন। এদিন সকালে ৫৮ জন মাধ্যমিক ছাত্র স্কুলে গিয়ে পৌঁছায়। স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্ররা। এরপর কাঁথি হাসপাতালে যাওয়া গুরুত্বপূর্ণ গান্ধী রোডে রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থেকে পড়ুয়ারা। ছাত্রদের ভবিষ্যতে কথা মাথায় রেখে রাজ্যের ঊর্ধ্বতন কতৃপক্ষ কে এই কথা জানিয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটি থেকে কাঁথি মহকুমা উচ্চপদস্থ আধিকারিকেরা। কাঁথি হাই মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্পাদক শেখ মহম্মদ আব্দুর রহমান বলেন "ছাত্রদের দাবি যথাযথ।কর্তৃপক্ষকে জানিয়েছি। যাতে দ্রুত ছাত্ররা এডমিট পায় তার ব্যবস্থা করার জন্য"। অবরোধকারী স্কুল পড়ুয়াদের মধ্যে একজন বলেন "আমরা মাধ্যমিক পরীক্ষায় বসবো। কিন্তু এখনো পর্যন্ত এডমিট ও রেজিস্ট্রেশন পাইনি। স্কুলের শিক্ষককে জানিও কোন সুরাও মেলেনি। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করতে নেমেছি "।কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য বলেন " ছাত্রদের দাবি মেনে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যাতে ছাত্ররা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে সব রকমের ব্যবস্থা করছি"। এখন দেখার বিষয় পরীক্ষার ঠিক কদিন আগে পরিক্ষার্থীদের হাতে এডমিট এসে পৌঁছায়। বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় পরিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। 
{ads}

news Kontai Madhyamik Exam West Bengal East Midnapore সংবাদ

Last Updated :