header banner

বর্ধমানের পর এবার মালদহ, মানিকচকের লক্ষ্মীপুরে রাস্তা না হওয়ার প্রতিবাদে ভোট বয়কেটর ডাক

article banner

নিজস্ব সংবাদদাতা, মালদহ: মঙ্গলবার বর্ধমানের পর এবার মালদহ। দীর্ঘদিন ধরে দাবি করেও রাস্তার না তৈরি করে দেওয়ার প্রতিবাদে ভোট বয়কটের ডাক স্থানীয়দের। মানিকচকের এই রাস্তা সামান্য বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, এমনই অভিযোগ স্থানীয়দের। সেই জল জমে থাকে দীর্ঘ সময় ধরে। জল জমে যাওয়ায় এলাকাবাসীর বেশ সমস্যা হয়। স্থানীয়দের অভিযোগ বার বার মেম্বার, প্রধানকে জানিয়ে ও কোনো সুরাহা হয়নি।মিলেছে শুধু প্রতিশ্রুতি। কাজের কাজ কিছুই হয়নি।

{link}

এই প্রসঙ্গে লক্ষ্মীপুরের বাসিন্দা আব্দুল মালেক অভিযোগ করে বলেন দীর্ঘ সাত বছর ধরে এই রাস্তায় বর্ষাকালে বছরে পাঁচ মাস জল জমে থাকে। জল বাহিত রোগ হয়। ডেঙ্গুর আতঙ্ক লেগে থাকে। বার বার মেম্বার প্রধানকে জানিয়ে ও লাভ হয়নি। যদি ও পঞ্চায়েত সদস্য মারা গেছেন। মেম্বার ,প্রধান সকলেই তৃণমূলের। স্থানীয় বাসিন্দা রেবতী কর্মকার অভিযোগ করে বলেন যতদিন বর্ষাকাল থাকে রাস্তায় জল জমে থাকে। মেম্বার প্রধানকে জানিয়ে ও কোনো লাভ হয়নি।জমা জল থেকে রোগ হচ্ছে,মশা কামড়াচ্ছে। যদি উপযুক্ত ব্যবস্থা না হয় তবে আমরা ভোট দেবো না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে রয়েছেন স্থানীয়েরা।

{ads}

news Maldah roads West Bengal সংবাদ

Last Updated :