header banner

গঙ্গাসাগর মেলা শেষে এবার একই প্রাঙ্গনে শুরু গঙ্গাসাগর ভাঙা মেলা

article banner

সুদেষ্ণা মন্ডল, গঙ্গাসাগর: গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলা শেষ। একে একে ভিন্ রাজ্যের মানুষেরা বাড়ি ফিরছেন। ভেঙে দেওয়া হচ্ছে গঙ্গাসাগরের অস্থায়ী পুলিশ ক্যাম্প ও অস্থায়ী ছাউনিগুলো। গঙ্গাসাগরের ভাঙ্গা মেলা শুরু হয়ে গিয়েছে। গঙ্গাসাগর মেলার পর এই ভাঙ্গা মেলা চলবে আরও একটা সপ্তাহ । ভাঙ্গা মেলাতে ভিড় জমিয়েছে সাগরদ্বীপের মানুষেরা। বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পসার সাজিয়ে বসেছেন। গঙ্গাসাগর মেলার পর গঙ্গাসাগরের ভাঙা মেলাতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে ভিড়ের অধিকাংশ মুখই স্থানীয় সাধারন মানুষের। 

{link}
সাধারণ মানুষদের দাবি গঙ্গাসাগর মেলা চলাকালীন, গঙ্গাসাগর কপিলমুনি চত্বরে ভিন্ন রাজ্য থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। যাতায়াতের ক্ষেত্রে তেমনভাবে যানবাহনও সেভাবে পাওয়া যায় না। ভিড় এড়িয়ে সাগরদ্বীপের মানুষরা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই ভাঙ্গা মেলার উপরেই বেশি ভরসা করে। ভিন্ন রাজ্য থেকে যে সকল ব্যবসায়ীরা সাগর মেলায় এসে নিজেদের রুজি-রুটি জোগাড় করে, তারা সে সকল জিনিসপত্র আর বাড়ি ফেরত নিয়ে যায় না। ফলস্বরূপ ব্যবসায়ীরা কিছুটা হলেও বাজারদরের থেকেও সস্তায় সেই জিনিসপত্র বিক্রি করে দেয় সাগরদ্বীপের বাসিন্দাদের  কাছে। সাগরদ্বীপের বাসিন্দারা বাজারদরের থেকেও কিছুটা সস্তায় জিনিসপত্র কেনার জন্য সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে সাগরের এই ভাঙ্গা মেলায় এসে ভিড় জমায়। 

{link}
এই বিষয় সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল জানান, গঙ্গাসাগর মেলার সময় লক্ষ্যাধিক মানুষের সমগম ঘটে গঙ্গাসাগরের শঙ্খ দর্শন কপিলমুনির পাদদেশে। মক্ষ্য লাভের আশায় মকর সংক্রান্তির পুণ্য তিথিতে গঙ্গার  স্নান সারেন তীর্থযাত্রীরা। গঙ্গাসাগর মেলা চলাকালীন সাগরদ্বীপের বাসিন্দারা সেভাবে গঙ্গাসাগরের মেলায় অংশগ্রহণ করে না। গঙ্গাসাগরের মেলা সমাপ্তির ঘোষণার পর গঙ্গাসাগরের ভাঙ্গা মেলাতে অংশগ্রহণ করতে সাগরদ্বীপের বাসিন্দারা ছুটে আসে মেলা প্রাঙ্গনে। সাগরদ্বীপের বাসিন্দাদের কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহ ধরে এই ভাঙ্গা মেলা চলার অনুমতি দেওয়া হয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। ভাঙ্গা মেলার অন্যতম আকর্ষণ হল যে সকল ব্যবসায়ীরা ভিন্ন রাজ্য থেকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসেন সে সকল ব্যবসায়ীরা নিজেদের সেই জিনিসপত্র গঙ্গাসাগর থেকে আর পুনরায় ফেরত নিয়ে যায় না। সে সকল জিনিসপত্র বাজার মূল্য তুলনায় কিছুটা হলেও কম দামে বিক্রি করে দিয়ে যায় আর। সেই জিনিসপত্র কেনার জন্য সাগরদ্বীপের মানুষরা গঙ্গাসাগরের এই ভাঙ্গা মেলাতেই এসে ভিড় জমায়। গঙ্গাসাগর মেলার পর গঙ্গাসাগর ভেঙ্গা মেলাতেও উপছে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। যদিও নির্ধারিত সময় পর্যন্তই চলবে এই মেলা। তারপর মেলা চত্বর পরিস্কার করার কাজ শুরু করা হবে প্রশাসনের তরফ থেকে। তবে ইতিমধ্যেই সমস্ত অস্থায়ী নির্মান খুলে ফেলা শুরু হয়ে গেছে। 
{ads}

news Gangasagar South 24 Paragana fair West Bengal সংবাদ

Last Updated :