header banner

কাকদ্বীপে সর্বদলীয় বৈঠক শেষে সিপিএম কর্মীদের বেধড়প মারধরের অভিযোগ তৃণমূল বিরুদ্ধে

article banner

সুদষ্ণা মণ্ডল, দক্ষিন ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় রাজনৈতিক পারদ যেন ঊর্ধ্বমুখী। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর জেলা বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক খবর। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করানোর লক্ষে শনিবার কাকদ্বীপ বিডিও অফিসে একটি সর্বদলীয় বৈঠকের ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল , সিপিএম ও বিজেপির স্থানীয় নেতৃত্ব । এই বৈঠক শেষে সিপিএম কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ তোলা হয়।

{link}

আহতদের দাবী , বৈঠক শেষ হয়ে যাওয়ার পর যখন কর্মী সমর্থকরা বাড়ি ফেরার উদ্দেশ্য ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর যায় সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা তাদের পথ আটকায় ও বেধড়ক মারধর করে। আরও চাঞ্চল্যকর অভিযোগ , যে পুলিশের সামনেই এই ঘটনা ঘটে । এই ঘটনায় ইতিমধ্যেই তিনজন সিপিএম কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছে বলে দাবী করা হয়েছে । আহতদের  কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সিপিএমের পক্ষ থেকে কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। শাসকদলের উপর ওঠা সমস্ত অভিযোগ প্রত্যাশিত ভাবে অস্বীকার করে ঘাসফুল শিবির। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে শাসকদলের কোন যোগ নেই। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। নিজেদের অন্তরকলহে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চালানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস মারামারির রাজনীতিতে বিশ্বাস করে না। পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করুক ও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত  তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। মানুষের সমর্থন হারিয়েছে ওরা তাই মিথ্যা অপবাদ দিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা চালাচ্ছে ।

{ads}

news Kakdwip CPIM TMC West Bengal সংবাদ

Last Updated :