header banner

শিলিগুড়ির বাজারে বাড়ন্ত, দুবছর পর এবারেও দার্জিলিং-এর কমলালেবুর স্বাদ অধরাই

article banner

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শীতকালের রকমারি ফলের মাঝে কমলালেবুর জায়গা আলাদা। নভেম্বর থেকেই দার্জিলিং এর কমলা লেবু জায়গা করে নেয় পর্যটক থেকে স্থানীয় বাসিন্দাদের মনে।কিন্তু গত কয়েক বছর ধরে ফলন ঠিক মত না হওয়ায় দার্জিলিং এর। ফলপ্রসূত কমলা লেবু স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে কমলা প্রেমীদের।

{link}
শীতের মরশুমের শুরুতেই শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে প্রচুর পরিমানে আমদানি হয়ে থাকতো দার্জিলিং এর কমলা লেবু। কিন্তু উল্লেখ্যযোগ্যভাবে গত বছর গুলির মত এবারও সেইভাবে কমলা লেবুর দেখা গেল না বাজারে। গুটি কয়েক দোকানে কমলা লেবু আসলেও তার দাম এতটাই যে তা মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। দার্জিলিং এর কমলা লেবুর স্বাদ নিতে না পারলেও নাগপুর, ভূটান থেকে লেবু আমদানি করে কাজ চালাতে হচ্ছে। 

{link}
এই কম উৎপাদনের পিছনে পরিবেশ দূষন ও কৃষি দফতরকেই মূলত দায়ী করছেন কমলালেবু চাষীরা। অন্যান্য চাষের মত কমলালেবু চাষে কৃষি দফতের ভূমিকা নেই বলে অভিযোগ করছেন তারা। পাশাপাশি গাছের গ্রোথ ও ফলন কম হওয়ার জন্য পরিবেশ দূষনকে দায়ী করছেন তারা। কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় কমলা লেবু রপ্তানি হত শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে। এখন স্থানীয় বাজারেই লেবু দিতে পারছেন না বলে জানান ব্যাবসায়ীরা। তবে তারা আশাবাদী শিঘ্রই পুরোনো ছন্দে ফিরবে দার্জিলিং এর কমলালেবুর বাজার ও তার উৎপাদন।
{ads}

news Darjeeling Orange Siliguri West Bengal সংবাদ

Last Updated :